ই-পাসপোটর্ আবেদন জমাদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র/নির্দেশনা
০১. এপয়েন্টমেন্ট শিডিউলের প্রিন্ট কপি।
০২. অনলাইনে আবেদনকৃত ফরমের প্রিন্ট কপি।
০৩. ফি জমা প্রদানের রসিদ।
০৪. মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি(NID)/অনলাইন জন্মনিবন্ধন(BRC) সনদ এবং তার ফটোকপি।
০৫. ২০ বছরের নিম্নে বয়সের ক্ষেত্রে অনলাইন জন্ম সনদ।
০৬. ২০ বছরের উর্ধ্বে হলে জাতীয় পরিচয় পত্র আবশ্যক।
০৭. অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিম্নে আবেদনকারীদের ক্ষেত্রে পিতা-মাতার মূল জাতীয় পরিচয় পত্র ও তার ফটোকপি।
০৮. পূর্ববর্তী মূল এম.আর.পি পাসপোর্ট এবং পাসপোর্টের ডাটা পেইজ এর ফটোকপি।
০৯. ০৬ (ছয়) বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজ (সাদা ব্যাক গ্রাউন্ড) ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট রঙিন ছবি দাখিল করতে হবে।
১০. প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদ সমূহ (যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/ সংযোজন করতে হবে।
১১. স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা, পেশা অথবা অন্যান্য তথ্যাদি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত তথ্য সংশ্লিষ্ট যাবতীয় দলিলাদি দাখিল করতে হবে।
১২. ১৮ বছরের নিম্নে এবং ৬৫ বছরের উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্ট এর মেয়াদ হবে ০৫ (পাঁচ) বছর।
১৩. প্রযোজ্য ক্ষেত্রে জিও (GO)/এনওসি(NOC)/প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ(PRL) সংযোজন করতে হবে। যা ইস্যুকারী কর্তৃপক্ষের website এ আপ লোড করতে হবে।
১৪. সাদা শার্ট/পাঞ্জাবী অথবা হালকা রঙের জামা কাপড় পরিধান করে ছবি তোলা যাবে না।
টিপ, অলংকার, টুপি, চশমা ইত্যাদি ব্যবহার করা যাবে না।
১৫. ই-পাসপোর্টে প্রার্থীর নাম/পিতার নাম/মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সনদ / এনআইডি নম্বর পরিবর্তন করা যাবেনা।
১৬. ফরম পূরণ ও ব্যাংকে টাকা জমাদানের সময় নামের বানানে কোন ডট (.) হাইফেন (-) কমা (,) ইত্যাদি ব্যবহার করা যাবেনা এবং পিতা/মাতা/স্বামী/স্ত্রী মৃত হলে Late লিখা যাবে না।
যে ব্যাংকে পাসপোর্ট ফি জমা দিবেন
১. সোনালী ব্যাংক, গোপালগঞ্জ শাখা, গোপালগঞ্জ।
২. প্রিমিয়ার ব্যাংক
৩. ট্রাষ্ট ব্যাংক
৪. ব্যাংক এশিয়া
৫. ওয়ান ব্যাংক
৬. ঢাকা ব্যাংক
এছাড়াও সোনালী ই-সেবা, ইউ-ক্যাশ, ভিসা কার্ড, মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট থেকে অনলাইনে ফি জমা দেয়া যাবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েব সাইটের(www.epassport.gov.bd)
ই-পাসপোর্ট পোর্টালে প্রবেশ করুন
আবেদন ফরমে সঠিক তথ্য দিন
নির্ভুল আধুনিক প্রযুক্তির ই-পাসপোর্ট গ্রহণ করুন
-কর্তৃপক্ষ
যোগাযোগের ঠিকানাঃ তথ্য ও পরামর্শ ডেস্ক
আঞ্চলিক পাসপোর্ট অফিস, গোপালগঞ্জ।
phone: 01733393346
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS