Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Notice
Details

যাদের পূর্ববর্তী পাসপোর্ট (MRP/E-PP) রয়েছে তাদের অবশ্যই সে সংক্রান্ত তথ্য আবেদনে উল্লেখ করতে হবে।

ডেলিভারি স্লিপে প্রদত্ত তথ্য ভুল পরিলক্ষিত হলে অপারেটরকে তৎক্ষনাৎ অবহিত করতে হবে। পূর্ববর্তী পাসপোর্টের সাথে তথ্যগত পরিবর্তন থাকলে এবং নতুন আবেদনকারীদের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন প্রযোজ্য হওয়ায় পাসপোর্ট পেতে বিলম্ব হতে পারে।

পাসপোর্ট প্রস্তুত হলে আপনার মোবাইল নম্বরে SMS যাবে। পাসপোর্ট গ্রহণে অবশ্যই আপনাকে স্বশরীরে পূর্ববর্তী পাসপোর্টসহ (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত হতে হবে।

অনলাইন আবেদনপত্র পূরণকালে অবশ্যই আপনার মোবাইল নম্বর লিপিবদ্ধ করবেন।

আবেদনপত্র জমা/ছবি তোলার দিন আবেদনকারীকে অবশ্যই রঙ্গিন পোশকে অফিসে আসতে হবে।


Attachments
Publish Date
22/12/2023
Archieve Date
30/06/2026